সর্বশেষ আপডেট

স্বাস্থ্য

প্রযুক্তি

ভিডিও

Sunday 1 May 2016

কোমরে এই চিহ্ন কিসের প্রতীক ?



কখনও হয়তো চিন্তাও করেননি এটা নিয়ে। আর কারো কাছ থেকে শোনাও হয়নি এ বিষয় নিয়ে। ‘বাট ডিম্পল’৷ কথাটা শুনেছেন কখনও? অনেকেরই ভোট ‘না’-এর দিকে পড়ার সম্ভাবনা বেশি৷ তা যদি পড়ে থাকে৷ তবে, জানানোটা আমাদের কর্ত্যবের মধ্যেই পড়ে৷

কখনও খেয়াল করেছেন কী? আপনার পিঠের ঠিক নিচে ও নিতম্বের একটু উপরে দুটি জায়গা হঠাৎ নিচু হয়ে গেছে৷ ঠিক যেন দীপিকা পাড়ুকোনের গালে টোল পড়েছে৷ এদের বলা হয় ভেনাস অথবা অ্যাপোলো হোল৷

ভেনাস অর্থাৎ প্রেমের প্রতীক৷ প্রেমরসে সিক্ত মনে দুই ‘ভেনাস হোল’ সার্কুলেশনে সাহায্য করে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা৷

যাদের পশ্চাৎ দেশে এই বিশেষ টোল সাদৃশ্য চিহ্ন থাকে, তাঁদের অর্গাজমের পর্যায়ে পৌঁছতে খুব একটা বেগ পেতে হয় না৷ তাই, শয্যায় তাঁরাই সেরা৷ তবে দুঃখের বিষয় একটাই, শত চেষ্টাতেও কৃত্রিম উপায়ে ‘ভেনাস হোল’ পাওয়া সম্ভব নয়৷ শুধু মাত্র পূর্বপুরুষের ডিএনএর কৃপায় প্রেমের এই দুই চিহ্ন পাওয়া সম্ভব নয়৷

Post a Comment

ওয়েব সাইট দেখার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ

 
কপিরাইট ©২০১৬ Health And Wellness Related Portal
Distributed By : মোহাম্মদ নাবিল . Powered by: প্লাস আইটি