সর্বশেষ আপডেট

স্বাস্থ্য

প্রযুক্তি

ভিডিও

Saturday 14 May 2016

মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবেন যিনি


রাসুল [সা] বলেছেন, “যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই৷”

আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্যেই মুমিন বান্দারা তার সকল আদেশ-নিষেধ পালন করে থাকে এবং বিভিন্ন ইবাদত করে থাকে। তবে বিশেষ কিছু আমল এমন আছে, যা পালন করার দ্বারা মুমিন বান্দারা মর্যাদায় অনেকের থেকে অগ্রসর হয়ে যায় এবং যারা সেইসব আমল করে তাদের প্রতি আল্লাহ তায়ালা এতোটাই খুশি হবেন, যে ওই ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে প্রবেশের অধিকারী হয়ে যাবে।

এ প্রসঙ্গে একটি হাদিসে এসছে, রাসুল [সা] বলেছেন, “যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই৷” [ইবনে হিব্বান, সুনানে নাসাঈ]

Post a Comment

ওয়েব সাইট দেখার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ

 
কপিরাইট ©২০১৬ Health And Wellness Related Portal
Distributed By : মোহাম্মদ নাবিল . Powered by: প্লাস আইটি