সর্বশেষ আপডেট

স্বাস্থ্য

প্রযুক্তি

ভিডিও

Saturday 21 May 2016

যে কারণে কি-বোর্ডে A,B,C...X,Y,Z পাশাপাশি থাকে না

যে কারণে কি-বোর্ডে A,B,C...X,Y,Z পাশাপাশি থাকে না


কম্পিউটার থেকে ল্যাপটপ, কোথাওই ইংরেজি বর্ণমালার লেটারগুলি কি-বোর্ডে পাশাপাশি থাকে না। সেই আদ্যিকালের টাইপ রাইটারের মতো ছড়ানো ছিটানো। লেখার সময় বেশ খুঁজে নিতে হয় লেটারগুলিকে। কিন্তু, কী কারণে কি-বোর্ডে এভাবে রাখা হয় লেটারগুলি?

এর আসল কারণ হল QWERTY। এটিই হলো প্রথম কমার্শিয়াল টাইপরাইটারের লে-আউট। ক্রিস্টোফার শোলেস ১৮৭৪ সালে এই লে-আউটটি তৈরি করেন। এর নাম দেওয়া হয়েছিল 'Remmington Number 1'। কিন্তু কাজ করতে গিয়ে তিনি দেখেন, লেটারের বাটনগুলো হয় আটকে যাচ্ছে, নয়তো একটা আরেকটার সঙ্গে ধাক্কা খাচ্ছে। যার ফলে টাইপ করার সময় মিস হয়ে যাচ্ছে লেটার। 

ফলে এই সমস্যা দূর করতেই,  কমন লেটারগুলিকে পরস্পরের থেকে দূরে রাখা হয়। যাতে টাইপ করার সময় কোনও বাটন আটকে না যায়। আর তাতে কাজও হয়। পরে আধুনিক কম্পিউটারেও সেই একই লজিকই ফলো করা হয়। সূত্র: জি নিউজ

Post a Comment

ওয়েব সাইট দেখার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ

 
কপিরাইট ©২০১৬ Health And Wellness Related Portal
Distributed By : মোহাম্মদ নাবিল . Powered by: প্লাস আইটি