সর্বশেষ আপডেট

স্বাস্থ্য

প্রযুক্তি

ভিডিও

Friday 29 April 2016

গোলমরিচ খুশকি দূর করে!

অনলাইন ডেস্ক:

গরমের সময় খুশকির সমস্যা অনেক বেড়ে যায়। আর ঘামও অনেক বেশি হয়। এর ফলে চুল পরতে শুরু করে। কয়েকটি প্রাকৃতিক উপাদান আছে যা সহজেই এই খুশকির সমস্যার সমাধান করে। জানতে চান সেগুলো কী কী? তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগের এই তালিকাটি একবার দেখে নিন।


গোলমরিচ
প্রাকৃতিক এই উপাদানটি খুশকির উপাদান ধংস করতে বেশ কার্যকর। এছাড়া এটি মাথার তালুর ব্রণও দূর করে।

যেভাবে ব্যবহার করবেন
২ টেবিল চামচ গোলমরিচ ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন। পানির সঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন।

ভিনেগার
ভিনেগার মাথার তালুতে অ্যান্টিঅক্সিডেন্টসের কাজ করে। এটি খুশকি দূর করার পাশাপাশি মাথার ত্বকের মরা কোষও দূর করে।

যেভাবে ব্যবহার করবেন
একটি কাপে ২ টেবিল চামচ ভিনেগার নিন। এবার একটি তুলার বলে ভিনেগার নিয়ে মাথার তালূতে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

নারকেল তেল ও লেবুর রস
লেবুর রসের প্রাকৃতিক এসিড খুশকির জীবানু ধংস করে। আর নারকেল তেল মাথার ত্বককে নরম রাখে।

যেভাবে ব্যবহার করবেন
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে কয়েক ফোটা লেবুর রম মিশিয়ে মাথার ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

Post a Comment

ওয়েব সাইট দেখার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ

 
কপিরাইট ©২০১৬ Health And Wellness Related Portal
Distributed By : মোহাম্মদ নাবিল . Powered by: প্লাস আইটি